PhD কোর্সে ভর্তি সম্পর্কিত প্রশ্নোত্তর -
১. আপনারা কি ভারতে PhD কোর্সে ভর্তিতে সহায়তা করেন?
উত্তর : হ্যা, আমরা PhD কোর্সে ভর্তিতে সহায়তা করি।
2. কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করেন?
উত্তর : সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করি।
3. কোনো ভর্তি পরিক্ষা দিতে হবে কিনা?
উত্তর : একেক বিশ্ববিদ্যালয়ে একেক নিয়ম। তবে সব ক্ষেত্রেই আপনাকে ভাইভা ফেস করতে হবে।
4. কোর্সের মেয়াদ কতোদিন?
উত্তর : কোর্সের মেয়াদ ৩ বছর। তবে বিশেষ ক্ষেত্রে সময় বাড়তে পারে।
5. পাশ করায় সাহায্য করেন কিনা?
উত্তর : আমরা পাশ করিয়ে দেই না বা পাশ করতে সাহায্য করি না।
6. সার্ভিস চার্জ কতো টাকা?
উত্তর : আমাদের সার্ভিস চার্জ ৫০০০.০০ টাকা মাত্র।
7. আপনাদের সার্ভিসের মধ্যে কি কি পাবো?
উত্তর : আমাদের সার্ভিসের মধ্যে থাকছে -
ক. আবেদন ফর্ম পূরনে সহায়তা ।
খ. থিসিস প্রপোজাল তৈরিতে সহায়তা।
গ. সিনোপসিস তৈরিতে সহায়তা।
8. এইটুকু সার্ভিসের জন্য এতো টাকা কেনো নিবেন?
উত্তর : হ্যা, আমাদের সার্ভিস চার্জ একটু বেশি। তবে সেটা দিয়েই আমাদের সার্ভিস নিতে হবে। PhD ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে রেজিষ্ট্রেশন করার আগে অফিস ভিজিটের কোনো সুযোগ নাই।
9. থিসিস কি আপনারা করে দিবেন?
উত্তর : না। আপনা শুধু ভর্তি পর্যন্ত আপনাকে গাইড করবো।
10. ভর্তি প্রক্রিয়া কি কি?
উত্তর : ক. আপনাকে ৫০০০ টাকা দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
খ. তালিকা অনুযায়ী আমাদের অফিসে কাগজপত্র জমা করবেন।
গ. বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করবেন।
ঘ. আবেদন করবেন এবং অপেক্ষা করবেন।
ঙ. বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেলে সশরীরে গিয়ে ভর্তি হবেন।
11. আপনাদের অফিস কোথায়?
উত্তর : আমাদের অফিস ঢাকা এবং সিলেটে। আপনি কোনো অফিসে যেতে চান? জানালে ঠিকানা দিয়ে দিবো।
12. সবকিছু যদি আমি করি তাহলে আপনাদেরকে কেনো টাকা দিবো?
উত্তর : এজন্য আপনি এখনো PhD করতে পারেন নাই। কারন আপনি ব্যস্ত মানুষ। আপনার পক্ষে খোঁজ খবর নিয়ে আবেদন করা ইহকালে নাও হতে পারে। তাই আপনার সহোযোগি দরকার।
13. সুপারভাইজার কে খুঁজে দিবে?
উত্তর : আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আপনার গবেষণার বিষয় সম্পর্কিত বিভাগে আবেদনটি পাঠাবে। যদি কোনো প্রফেসর আপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে।
14. আমি বাড়িতে বসে PhD করতে পারবো?
উত্তর : না পারবেন না। আপনাকে সশরীরে হাজির থেকে গবেষণা করতে হবে। বিষয়টি আপনার সুপার ভাইজারের উপর নির্ভর করবে।
15. কোনো স্কলারশিপ পাবো কিনা?
উত্তর : আপনি নিজ খরচে ভর্তি হচ্ছেন। তবে বিশেষ ক্ষেত্রে কিছু অনুদান বা স্কলারশিপ পেতে পারেন।
আরো বিস্তারিত জানতে কল করুন - ০১৮৩৪০২৫৭২২ এই নম্বরে।